ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধী চৌহান ঢাকার মঞ্চে গাইবেন।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে বৃহস্পতিবার ২৭ জুলাই বিকেল পাঁচটায় শুরু হবে এ অনুষ্ঠান। সুনিধী ছাড়াও এ অনুষ্ঠানে গান করার কথা রয়েছে তাহসানের।
বাংলাদেশের শিল্পীদের মধ্যে আরও গাইবেন কর্নিয়া, রুমা তাপসী ও প্রিয়াংকা চৌধুরী। থাকবে মেহ্জাবীন ও আইরিনের নাচের পরিবেশনা।
ইউক্রেনের এক নৃত্যশিল্পীর সঙ্গে বাংলাদেশের সোহাগ ও তার নাচের দলের একটি পরিবেশনাও থাকবে এ অনুষ্ঠানে।
আয়োজক প্রতিষ্ঠান দ্য গ্র্যান্ড মাস্টার ইভেন্টস লিমিটেড বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
আজকের বাজার: আরআর/ ২৭ জুলাই ২০১৭