শেষ হলো বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ঢাকা পর্ব। এক দিন বিরতি দিয়ে কাল (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) আবারও মাঠে গড়াবে বিপিএলের লড়াই। গত ২৭ ডিসেম্বর ঢাকা প্লাটুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে শুরুই হয় ঢাকার দ্বিতীয় পর্ব। আর শেষ হয়েছে রংপুর রেঞ্জার্স ও্ রাজশাহী রয়্যালসের ম্যাচ দিয়ে।
কাল (বৃহস্পতিবার, ০২ জানুয়ারি) থেকে শুরু সিলেট পর্ব। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় লড়বে সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স। এর আগে গত ১১ ডিসেম্বর ঢাকা পর্ব দিয়ে শুরু হয় বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএল। ১৪ ডিসেম্বর শেষ হয় ঢাকার প্রথম পর্ব।
ঢাকার দ্বিতীয় পর্ব শেষেও সবার ওপরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় স্থানে খুলনা টাইগার্স, তৃতীয় স্থানে ঢাকা প্লাটুন ও চতুর্থ স্থানে রাজশাহী রয়্যালস। আসরে এই চারটি দলই এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স করেছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার। পয়েন্ট সমানের ক্ষেত্রে নেট রানরেটের হিসেবকে প্রাধান্য দেওয়া হয়েছে।
বিপিএলের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ৬ ৩ ১২
খুলনা টাইগার্স ৭ ৫ ২ ১০
ঢাকা প্লাটুন ৮ ৫ ৩ ১০
রাজশাহী রয়্যালস ৮ ৫ ৩ ১০
কুমিল্লা ওয়ারিয়র্স ৮ ৩ ৫ ৬
রংপুর রেঞ্জার্স ৮ ৩ ৫ ৬
সিলেট থান্ডার ৮ ১ ৭ ২
আজকের বাজার/আরিফ