ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা

১৫ জানুয়ারি বাংলাদেশে বসবে তিন জাতি ক্রিকেট সিরিজ। বাংলাদেশের পাশাপাশি সিরিজের অপর দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশের সাথে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি খেলবে হাথুরুসিংহের দল। এদিকে প্রায় ১ মাসের বাংলাদেশ সফরে আজ, ১৩ জানুয়ারি ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

বাংলাদেশ সময় ১১ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ম্যাথিউস-চান্দিমালদের ফ্লাইট। আর শ্রীলঙ্কার হয়ে প্রথম পূর্ণাজ্ঞ সফরে দলের সঙ্গী হয়ে এসেছেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে হাথুরুবাহিনী। ১৯ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা দ্বিতীয়বার মুখোমুখি হবে ২১ জানুয়ারি। ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। ফাইনাল হবে ২৭ জানুয়ারি।

২৮ জানুয়ারি চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেখানে ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম টেস্ট খেলবে দুই দল। এরপর ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টি-টোয়েন্টি ১৮ ফেব্রুয়ারি, সিলেটে।

এদিকে দুই দফা তারিখ পিছানোর পর ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া অপর দল জিম্বাবুয়ে অবশেষে ঢাকায় পা রেখেছে ১২ জানুয়ারি।

এক নজরে ত্রিদেশীয় সিরিজে দলগুলোর স্কোয়াড-

জিম্বাবুয়ে স্কোয়াড:
হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রায়ান মারে, টেন্ডাই চিসুরু, ব্র্যান্ডন মাভুতা, ব্লেসিং মুজার্বানি, ক্রিস্টোফার এমপুফু, চেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

শ্রীলঙ্কা স্কোয়াড:
অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারতেœ, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দাশমান্থা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা।

বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম।

আজকের বাজার: সালি / ১৩ জানুয়ারি ২০১৮