ইউএসএইড বাংলাদেশ মিশনের নতুন পরিচালক ডেরিক এস ব্রাউন নিজের দায়িত্ব বুঝে নিতে ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিশন পরিচালক হিসেবে ব্রাউন ৯ জুলাই শপথ গ্রহণ করেন এবং ১৪ তারিখ ঢাকায় পৌঁছান। খবর ইউএনবি।
ইউএসএইড বাংলাদেশে যোগদানের আগে তিনি ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ইউএসএইড অ্যাঙ্গোলার মিশন প্রধান ছিলেন।
এছাড়া, তিনি ইউএসএইড ইন্দোনেশিয়াতে তিন বছর মিশন উপপ্রধান ও এক বছর ভারপ্রাপ্ত মিশন প্রধান হিসেবে কাজ করেন। তার আগে তিনি বোতসোয়ানা, তানজানিয়া, মোজাম্বিক, ঘানা, ডমিনিকান রিপাব্লিক এবং আফগানিস্তানে কর্মরত ছিলেন।
কাউন্সেলর পদ মর্যাদার একজন সিনিয়র পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা হিসেবে ডেরিক এস ব্রাউনের ২৮ বছরেরও বেশি সময় উন্নয়ন বিষয়ক কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশে বিদ্যমান উন্নয়ন প্রতিবন্ধকতাগুলো মোকাবেলায় যথাযথভাবে প্রস্তুত আছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার ইউএসএইডের মাধ্যমে ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে ৭০০ কোটি মার্কিন ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।
সংস্থাটি ২০১৭ সালে বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে ২১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের অধিক দিয়েছে। তারা বাংলাদেশে যে সব কর্মসূচিতে সহায়তা দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো।
আজকের বাজার/এমএইচ