বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছেন আফগান যুবারা। ২০ সদস্যের আফগান দল সোমবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর স্থানীয় একটি হোটেলে রাতে অবস্থান নেন সফরকারীরা।
আফগান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদুর রহমান মল্লিক জনি। এই সফরে আফগান দলের দায়িত্বে আছেন তিনি।
আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশের যুবাদের পাঁচ ম্যাচ সিরিজের সবকয়টি খেলা সিলেটে অনুষ্ঠিত হবে। যার ফলে আজ মঙ্গলবারই সিলেট যাবেন সফরকারীরা।
সিলেট পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বুধবার নেমে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে আফগান অনূর্ধ্ব-১৯ দল। এরপর বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।
এক নজরে আফগানিস্তান যুবাদের বাংলাদেশ সফরের সিরিজসূচি:
ম্যাচ – তারিখ – ভেন্যু
১ম ওয়ানডে – ২৮ সেপ্টেম্বর – সিলেট
২য় ওয়ানডে – ৩০ সেপ্টেম্বর – সিলেট
৩য় ওয়ানডে – ২ অক্টোবর – সিলেট
৪র্থ ওয়ানডে – ৪ অক্টোবর – সিলেট
৫ম ওয়ানডে – ৬ অক্টোবর – সিলেট
আজকের বাজার: সালি / ২৬ সেপ্টেম্বর ২০১৭