বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছেছেন।
বিকাল ৫টায় বিমানবন্দরে নামার পর তিনি গুলশান হোটেলে যান।
বুধবার থেকে টাইগারদের সাথে কাজ শুরু করবেন এ দক্ষিণ আফ্রিকান।
প্রাথমিক চুক্তি অনুযায়ী, ডমিঙ্গো দুই বছর কাজ করবেন। বিসিবি এবং ডমিঙ্গো চাইলে পরবর্তীতের চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে।
সম্প্রতি বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে ডমিঙ্গো বলেন, বাংলাদেশকে ভালো পর্যায়ে নিয়ে যেতে তিনি আশাবাদী।
৪৪ বছর বয়সী রাসেল ডমিঙ্গো একজন পেশাদার কোচ। তিনি দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা দলে কাজ করেছেন। গত ৭ আগস্ট ঢাকায় এসে বিসিবির কাছে সাক্ষাৎকার দেন তিনি।
তবে ডমিঙ্গো কখনো পেশাদার ক্রিকেট খেলেননি। মাত্র ২২ বছর বয়সে কোচের যোগ্যতা অর্জন করেন পোর্ট এলিজাবেথে জন্মগ্রহণ করা ডমিঙ্গো। ২৫ বছর বয়সে ইস্টার্ন প্রভিন্সে যুবাদের কোচ হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়।
২০০৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের কোচের দায়িত্ব পান তিনি।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ ছিলেন ডমিঙ্গো। গ্যারি কারস্টেন পদত্যাগ করার পর ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ হন তিনি।
আজকের বাজার/এমএইচ