মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিনের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে।
শনিবার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহের কফিন পৌঁছায়।
রোববার ৩০ জুলাই সকাল ৯টায় ঢাকায় ধানমন্ডির ৭১নং বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। জোহর নামাজবাদ জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে তার মরদেহ। আর বিকেলে পিরোজপুরের উদ্দেশ্যে নেয়া হবে।
মেজর জিয়াউদ্দিনকে গত ২৯ জুন গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে শারিরীক অবনতি হলে সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুরের একটি হাসপাতালে শুক্রবার বাংলাদেশ সময় সকালে তিনি ইন্তেকাল করেন।
আজকের বাজার: আরআর/ ৩০ জুলাই ২০১৭