ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

চীন থেকে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। টিকার এই চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট শনিবার দুপুর ২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা.আবু জাহের বিমানবন্দরে টিকার চালানটি গ্রহণ করেন। এই টিকা চীন থেকে বাণিজ্যিক ক্রয়েরই অংশ।

১১ সেপ্টেম্বর বাংলাদেশ চীন থেকে সিনোফার্মের প্রায় ৫৪ লাখ ডোজ টিকা পেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সংসদে বলেছেন, সরকার প্রতি মাসে এক কোটিরও বেশি করোনা টিকা পাওয়ার ব্যবস্থা করেছে।

টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে প্রাপ্ত সময়সূচি অনুযায়ী, অক্টোবর থেকে প্রতি মাসে দুই কোটি টিকা এবং ডিসেম্বর থেকে ছয় কোটি পাওয়া যাবে। উল্লেখ্য, ১ আগস্ট বাংলাদেশ, চীন এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড বাংলাদেশে সিনোফার্ম টিকার সহ-উৎপাদনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান