ঢাকায় ফিরেছেন বেগম জিয়া

ছবি : ইন্টারনেট

একদিনের সফর শেষে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার ৬ফেব্রুয়ারি ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছান তিনি।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হয়ে বিকেল ৪টার দিকে সিলেট শহরে পৌঁছান তিনি। সিলেট পৌঁছে প্রায় ২ ঘণ্টা সার্কিট হাউসে অবস্থান শেষে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরান (র:) মাজার জিয়ারত করেন বেগম জিয়া।

আজকের বাজার:এসএস/৬ফেব্রুয়ারি ২০১৮