রোহিঙ্গা পরিস্থিতি, বাণিজ্য ও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। তিন দিনের সফরে শুক্রবার তিনি ঢাকায় পৌঁছান। খবর ইউএইবি।
গত বছরের ৩১ জুন নিয়োগ পাওয়া মার্ক ফিল্ড রবিবার বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে সাক্ষাৎ করবেন।
এসময় উভয় পক্ষের মধ্যে বাণিজ্য ছাড়াও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা হতে পারে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
সফরকালে মার্ক ফিল্ড পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সাথেও বৈঠক করবেন।
এছাড়া রোহিঙ্গাদের দুর্দশা নিজ চোখে দেখতে ও তাদের সাথে কথা বলতে আশ্রয় কেন্দ্রেও যাওয়ার কথা রয়েছে মার্ক ফিল্ডের।
আজকের বাজার/এমএইচ