চলমান মাদকবিরোধী অভিযানে রাজধানী থেকে অন্তত ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার (১ জুন) সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে ৫৮ হাজার ৮৪৮টি ইয়াবা, ৩৪ কেজি গাঁজা, হেরোইন ও নেশার ইনজেকশন পাওয়া গেছে বলে তিনি দাবি করেন ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে বলেও তিনি উল্লেখ্য করেন।
আরজেড/