ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘সমাজকে নিরাপদ রাখা আমাদের কাজ। মাদক রাষ্ট্র, সমাজ, পরিবার ও আগামী প্রজন্মকে ধ্বংস করছে। তাই আমরা ঘোষণা দিয়েছি, ঢাকায় কোনো মাদকের ব্যবসা থাকবে না।’
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘মাদক আমাদের দেশে তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে আসে। পরিবারের কেউ মাদকাসক্ত হলে তা দুনিয়ার মাঝে এক জাহান্নাম। মানুষ মারা গেলে একা মারা যায়। কিন্তু মাদকাসক্ত হলে সে পরিবারের সকলকে মেরে ফেলে। সেজন্য ঘোষণা দিয়েছি, ঢাকা মহানগরে কোনো মাদকের ব্যবসা থাকবে না।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘ঢাকায় মাদকের আখড়া ভেঙে সামাজিক প্রতিষ্ঠান, মক্তব, ডে-কেয়ার সেন্টার, কালচারাল সেন্টার তৈরি করা হয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। মাদক আমাদের সবার শত্রু। দেশ, সমাজ ও পরিবারকে বাঁচাতে সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনার চারপাশে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে তাহলে পুলিশকে নির্ভয়ে তথ্য দিন। পরিচয় গোপন রাখা হবে। মাদকের ভয়াবহতা থেকে আপনার পরিবার ও সন্তানকে রক্ষা করা হবে। ’
ডিএমপি কমিশনার বলেন, ‘রমজানের ১৭ দিনে রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির মতো উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি। মানুষ নিরাপত্তার সঙ্গে গভীর রাত পর্যন্ত ঈদ কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরছেন। ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
আজকের বাজার/এমএইচ