বাংলাদেশ সফরে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত স্যাম ব্রাউনব্যাক। জানা গেছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা সফরে তিনি।
ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার ভোরে মার্কিন দূত তুরস্ক থেকে সরাসরি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো বার্তায় বলা হয়, স্যাম ঢাকায় সরকারের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশে সফরের সময় স্যাম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
এস/