ঢাকায় রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী শুক্রবার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যে্যর জন্মতিথি উদযাপনে শুক্রবার ১৪ জুলাই বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ আয়োজন করেছে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী।

শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে হবে এ অনুষ্ঠান। উদীচী সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, উদীচীর সংগঠক নিবাস দের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসনে আরা জলী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমেল বরকত। আরো আলোচনা করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ এবং প্রগতি লেখক সংঘের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে কথা ও কবিতায়, সঙ্গীতে, নৃত্যে, নাট্যে মহান তিন কবির বন্দনায় মাতবেন উদীচীর শিল্পী-কর্মীরা। আরো থাকবে কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘ভূতের ভয়’ এর প্রথম মঞ্চায়ন।

আজকের বাজার: আরআর/ ১৩ জুলাই ২০১৭