১৮ মার্চ, সকাল সাতটায়, হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে সংসদ ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়।ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার ইউ.কে এর বাংলাদেশের কর্মসূচি সমন্বয়ক জুয়েল আহমেদের সভাপতিত্বে লুক গ্রেনফেল শ-কে সঙ্গে নিয়ে জাতীয় সমমনা ভিত্তিক যে সকল সাইক্লিস্ট সংগঠনকে অংশ নিতে দেখা যায়, তাদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার ইউ.কে,ফ্যামিলি সাইক্লিস্ট গ্রুপ,বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট, বিডি ক্লিক, সহ দেশের বিভিন্ন সাইক্লিং ক্লাব, স্বাগত বক্তব্য রাখেন,ফ্যামিলি সাইক্লিস্ট গ্রুপের সিও,মোঃ মফিজুল ইসলাম। এ,সময় বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট এ-র পক্ষে থেকে লুক গ্রেনফেল শ-কে, প্রধান সমন্বয়ক,মোঃআমিনুল ইসলাম টুববুস,অভিনন্দন পত্র তুলেদিয়ে বলেন শিশু ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির করতে আসায় আমরা বাংলাদেশীরা কৃতজ্ঞ ওগর্বিত এবং তার মহতি কাজের সহযোদ্ধা হিসাবে তাকে অভিনন্দন জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ৬৪জেলা ট্যুরিস্ট সাইক্লিস্ট, খন্দকার আহমেদ আলী সাঈদ, সহ বিশিষ্ট সাইক্লিস্ট নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিডি ক্লিক এ-র সাধারণ সম্পাদক আরিফ আহমেদ লুক গ্রেনফেল শ,কে প্রশ্ন করেন, এপ্রিল প্রথম শুক্রবার, সাইকেল লেন দিবস,আমরা সরকারের কাছে দীর্ঘ এগারো বছর সাইকেল লেনের দাবি জানিয়ে আসছি, আমাদের দাবী দেশে বাস্তবায়ন শুরু হচ্ছে। তুমি বিশ্বখ্যাতি সাইক্লিস্ট এদেশের সাইক্লিস্টদের সাইকেল লেন দাবিটা কতটা গুরুত্বপূর্ণ মনে কর। আরিফ আহমেদের প্রশ্নউত্তোরে লুক গ্রেনফেল শ,বলেন,আমি ইংল্যান্ডের বাসিন্দা লন্ডনে ছিলাম বহুদিন, সেখান হাতেগোনা কয়েকটি সাইক্লিস্ট ছিল কিন্তু এখন লক্ষ লক্ষ সাইকেলিস্ট আমার দেখা পৃথিবীর সবচেয়ে বড় শহর, লেদারল্যান্ড সাইক্লিস্টদের সুবিধার্থে মোটর যানবাহন চলাচল সেখানে নিষেধ। বাংলাদেশ সাইকেল লেন হলে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ যে, বিশ্ববিখ্যাত লুক গ্রেনফেল শ, ক্যান্সার আক্রান্ত হয়েও বাইসাইকেলে করে বিশ্ব ভ্রমণে বের হওয়া ইংলিশ নাগরিক লুক গ্রেনফেল শ এখন বাংলাদেশে। বিভিন্ন প্রচারণার কাজে তিনি এদেশে থাকবেন সাতদিন। পাশাপাশি এদেশে ক্যান্সার আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহের কাজও করবেন তিনি। চিকিৎসা নিয়ে ক্যান্সারের শেষ পর্যায়ে থেকে আংশিক সুস্থ লুকের লক্ষ্য হলো, ব্রিস্টল থেকে বেইজিং সফরে বিশ্বের ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু করে যাওয়া।