দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ২২ অক্টোবর রোবার দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
সফরে সুষমা স্বরাজ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া ভারত সরকারের অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বিকাল সাড়ে চারটায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ইন্ডিয়া জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যা ছয়টায় তার সরকারি বাসভবন গণভবনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও রাত আটটায় হোটেল সোনারগাঁওয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।
দুই দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকালে ঢাকা ত্যাগ করবেন।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭