ঢাকায় হাথুরুসিংহে

অবশেষে ঢাকা আসলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু দলের সঙ্গে কাজ করতে নয়। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমস্ত হিসাব নিকাশ সারতেই তিনি এসেছেন। শনিবার ৯ ডিসেম্বর দুপুরে তিনি ঢাকা পৌঁছেছেন।

বাংলাদেশ দলের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের পর এই প্রথমবার ঢাকায় আসলেন হাথুরুসিংহে। এই সময়ের মধ্যে তিনি শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন। আগামী ২০ ডিসেম্বর শ্রীলঙ্কা দলের দায়িত্ব গ্রহণ করবেন।

২০১৪ সালে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসাবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার অধীনে বদলে যায় বাংলাদেশ দলের চেহারা। একের পর এক আসতে থাকে সাফল্য। হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। অথচ নির্দিষ্ট মেয়াদ পূরণ হওয়ার আগে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

আজকের বাজার:এলকে/এলকে ৯ ডিসেম্বর ২০১৭