ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সার্কেল’

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ চৈত্র সংক্রান্তি উৎসব। টাঙ্গাইলের ভাদ গ্রামের সংক্রান্তি উৎসবে চড়ক পূজা, কৃত্য, উপাচার টানা ৫ বছর ক্যামেরাবন্দি করে ‘সার্কেল’ (আবর্তন) শিরোনামের প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন শান্তনু হালদার।

তিনি জানান, নর ও নারী সত্ত্বার ভাব দর্শন, দেহতত্ত্ব, সর্বপ্রাণবাদ ও কালসম্পর্কিত দর্শন এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

‘সার্কেল’ ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিচুয়াল বিভাগে ১৯ জানুয়ারি রাশিয়ান কালচারাল সেন্টারে প্রদর্শিত হবে।

এ প্রসঙ্গে নির্মাতা শান্তনু হালদার বলেন, “দশাগ্রস্ত কৃত্যমূলক পরিবেশনার মাধ্যমে উৎসব সংশ্লিষ্ট মানুষ সকল নিত্যকার জীবন ভুলে অনিত্যের দিকে যাত্রা করে। এই যাত্রার মধ্য দিয়ে নিত্যকার জীবনে বাঁচবার নয়া রশদ খুঁজে পায় ওই উৎসবের মানুষ সকল। প্রবাহমান আগ্রাসী বৈশ্বয়িক সংস্কৃতির বাজারে আমরা যেভাবে সাঁতার কাঁটছি তার বিপরীতে উল্টো স্রোতে সাঁতার কাটায় ‘সার্কেল’ প্রামাণ্য চলচ্চিত্রটি।”

‘সার্কেল’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত অভিনেতা দিলীপ চক্রবর্তীকে, যিনি প্রামাণ্য চলচ্চিত্রে ধারণকৃত জনপদের একজন ছিলেন।

২৮ মিনিট ব্যাপ্তিকালের চলচ্চিত্রটির পাণ্ডুলিপিও নির্মাতা শান্তনু হালদারের। সম্পাদনায় রিপন সাহা, ক্যামেরায় খান আল মামুন ইসলাম ও শান্তনু হালদার। ধারা বর্ণনায় লালটু হোসেন এবং সাব টাইটেল করেছেন শাহমান মৈশান ও জায়েদ সিদ্দিকি।

উল্লেখ্য, শান্তনু হালদারের প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ‘দি ওয়েভ’ দেশ-বিদেশের বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রশংসার পাশাপাশি জিতেছে পুরস্কার।

আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮