ঢাকা-আরিচা মহাসড়কে ঝরলো তিন প্রাণ

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সুজাত (২৫), শফিক আহমেদ (২৬) ও ট্রাকচালক মনির হোসেন (৩৫)।

শুক্রবার (৬ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ও ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে দুই মোটরসাইকেল আরোহী গাবতলী থেকে সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এসে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদেরকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে মহাসড়কের ওপরে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

অপরদিকে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

ওসি মহসিনুল কাদির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরএম/