ঢাকা-আরিচা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন।এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঢাকার ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও অফিস/কসমস এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ্।

জানা গেছে, আজ মঙ্গলবার ঢাকা থেকে মানিকগজ্ঞ গামী যাত্রীবাহী শুভযাত্রা পরিবহনের একটি বাসের সাথে ঢাকাগামী যাত্রীবাহী একটি লক্সারী (এনএনবি) কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং উভয় বাসের অন্ততঃ বিশজন যাত্রী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।