ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে ওসমান গণির বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা আল মামুন জানান, শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমান গণি। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হক অসুস্থ হওয়ার পর ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর তিন সদস্যের মেয়র প্যানেল গঠন করে সরকার। সেসময় থেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণি। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর মেয়রের দায়িত্ব নেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
আজকের বাজার/এমএইচ