ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে ধানের শীষ নিয়ে লড়বেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। দক্ষিণ সিটি করপোরেশনে লড়বেন ঢাকার সাবেক মেয়র সাদেক খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
শনিবার সন্ধ্যায় পৌনে ৭ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রার্থী নির্ধারণে দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্যে, আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ঢাকার দুই সিটিতেই সবকেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
আজকের বাজার/এমএইচ