ঢাকা উত্তরে ভোট ২৬ ফেব্রুয়ারি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও সিটির সঙ্গে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার ৪ জানুয়ারি রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এর আগে বেলা ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ২০১৭’র ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ১ ডিসেম্বর থেকে তার পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার বিভাগের বিধি অনুযায়ী মেয়রের পদ শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে নতুন মেয়র নির্বাচিত করতে হবে।

আজকের বাজার : এলকে / ৪ জানুয়ারি ২০১৮