ঢাকা উত্তর সিটিতে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত ২০০ অস্থায়ী সেমিপাকা ও টিনশেড দোকান এবং সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ছোট দিয়াবাড়ি, বেড়ীবাঁধ, মাজার রোড ও মিরপুরে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।

অভিযানের আগে মাইকিং করার ফলে অনেক অবৈধ দখলকারী তাদের স্থাপনা আগেই সরিয়ে নেয়।

এছাড়া, সড়কে বাঁশ ফেলে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে তিনটি বাঁশের আড়তকে পৃথক মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তথ্য-ইউএনবি।

আজকের বাজার/এমএইচ