ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) ৪৩ জনের এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, সরকারি এ প্রতিষ্ঠানটির উপ-সহকারী প্রকৌশলী পদে ৪৩ জনকে নিয়োগ দিচ্ছে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে বলেও উল্লেখ করা হয়। এছাড়া প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে মৌলিক জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে কোটাধারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে http://dwasa.org.bd/career/ আবেদন করতে হবে।
অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী ৫শ’ টাকা ঢাকা ওয়াসার অনুকূলে পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
চাকরিতে আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আজকের বাজার/ এমএইচ