দুর্নীতি ও নাশকতার দুই মামলায় ঢাকা ও কুমিল্লার পৃথক আদালতে হাজিরার দিন ঠিক করা হয়েছে।খালেদা জিয়াকে আজ দুই আদালতেই হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
গেল ১৩ই মার্চ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসায় স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২৮ ও ২৯শে মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আজ বুধবার, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে, ১২ই মার্চ কুমিল্লায় দায়ের হওয়া নাশকতার মামলায়ও খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে ২৮শে মার্চ হাজির হওয়ার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ।
এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা বাড়ানোর আবেদনের ওপরও আজ আদেশ দেবে হাইকোর্ট।
আজকের বাজার/আরজেড