বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী সপ্তাহ থেকে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ছয়টি ফ্লাইট পরিচালনা করবে।
ইউএস-বাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, যাত্রীদের অতিরিক্ত চাহিদার কারণে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ১০ ডিসেম্বর থেকে আরও দুটি ফ্লাইট বাড়িয়ে মোট ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে।
এতে আরও জানানো হয়, প্রতিদিনের এ রুটের ফ্লাইটগুলো সকাল ৮টায়, ৯:৪০টায়, ১১টায়, দুপুর ১২টায়, ১২:৪৫টায় ও ৩টায় ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯:৩০টায়, ১১:১০টায়, দুপুর ১২:৩০টায়, ১:৩০টায়, ২:১৫টায় ও বিকাল ৪:৩০টায় চলাচল করবে।
ইউএস-বাংলা তাদের বিমানবহরের ১১ বিমান দিয়ে বর্তমানে কক্সবাজার ছাড়াও অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।
আজকের বাজার/এমএইচ