ঢাকা মহানগরকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে হলিউডে। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাটি প্রযোজনা করবেন হলিউডের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ সিনেমার পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো। অ্যাকশন থ্রিলার ধরনের এ সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ঢাকা’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছের ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।
এ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জো রুশো ও অ্যান্থনি রুশো। ‘ঢাকা’ পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ। ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারকে কেন্দ্র করেই এগোবে এ ছবির গল্প। ছবির মূল বিষয় ঢাকা হলেও ছবিটির শুটিং হবে ভারত ও থাইল্যান্ডে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবির কিছু অংশের দৃশ্যধারণ হয় চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজ মেরামত অঞ্চলে। ‘ঢাকা’ সিনেমার শুটিং ঢাকায় হবে কি না এ বিষয়ে এখনো জানা যায়নি কিছু। তবে বিস্তারিত পরে জানা যাবে সেটা নিশ্চিত করে বলা যায়।
আজকের বাজার/এমএইচ