ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের তিন কিলোমিটার জুড়ে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ জুন) সকাল থেকেই গাড়ির বাড়তি চাপই এই ধীরগতির কারণ। মেঘনা সেতু থেকে শমসের আলী ফিলিং স্টেশন পর্যন্ত যানবাহন চলছে ধীরগতিতে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বুধবার পবিত্র শবে কদরের ছুটি। শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। অনেকে এজন্য বুধবারই বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কে গাড়ির চাপ অনেক বেড়ে গেছে।
তিনি জানান, মেঘনা সেতুর সংযোগ সড়কের সঙ্গে উচ্চতার পার্থক্যের কারণে ঢাকাগামী গাড়িগুলো দীর্ঘ সময় নিচ্ছে চলাচলে। ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। ধীরগতি থাকলেও যানজট নেই।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
আজকের বাজার/ এমএইচ