ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ

একটি মালবাহী টেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ১৪ জুন বুধবার সকাল পাঁচটার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

টঙ্গী রেল স্টেশনের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল কলেজগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে এই ঘটনা ঘটে।

তিনি জানান,চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেট এলাকায় পৌঁছালে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে বগিগুলো উদ্ধারে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৪ জুন ২০১৭