অবশেষে ঢাকা ত্যাগ করেছেন দিল্লি তাবলিগের মুরব্বি মাওলানা সা'দ কান্ধলভি। শনিবার ১৩জানুয়ারি সকাল ১১টা ৪৫ মিনিটে জেট এয়ারওয়েজের ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন মাওলানা সা’দ। তাবলিগ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার উদ্দেশ্যে গত বুধবার দুপুরে ঢাকায় আসেন তিনি। সেদিন তাঁর আগমনের বিরোধিতা করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিক্ষোভ করেন সা’দ বিরোধী তাবলিগকর্মী ও কওমি আলেমরা।
এই কয়েকদিন মাওলানা সা’দ রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান করেছেন। শুক্রবার তিনি এই মসজিদে জুমার নামাজে বয়ান করেন। বিরোধিতার মুখে বিশ্ব ইজতেমায় অংশ না নিয়েই ফিরে গেলেন তিনি।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি তারিক আহমেদ সাদিক গণমাধ্যমকে জানান, শনিবার বেলা পৌনে ১২টায় জেড এয়ারওয়েজের একটি বিমানে মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি ঢাকা ত্যাগ করেন।
আজকের বাজার:এসএস/১৩জানুয়ারি ২০১৮