ঢাকা জজকোর্টে লিফট ছিড়ে বিচারকসহ আহত ১০

ঢাকা জেলা জজ কোর্টের পুরাতন ভবনের একটি লিফট ছিড়ে বিচারক, আইনজীবীসহ ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় ৩০ বছরের আগের পুরাতন ভবনের লিফটটি চতুর্থ তলা থেকে নিচে নামার সময় ছিড়ে পড়ে।

এই তথ্য নিশ্চিত করেছেন সদরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহমদুল হাসান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। খবর ইউএনবি।

 

আজকের বাজার/এমএইচ