চলমান করোনা পরিস্থিতির মধ্যেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে কয়েকগুন। বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বুধবার (২৫ মার্চ) শেষ কর্ম দিবস শেষে ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে হাজারো মানুষ।
ফলে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করেই ট্রাক ও পিকআপভ্যানে গাদাগাদি করে জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে।
এ নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান গণমাধ্যমকে জানান, সরকারি ছুটি ঘোষণার কারণে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। ফলে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
আজকের বাজার / এ.এ