ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রীরা।
শনিবার ০৯ ডিসেম্বর সকাল ৬টার দিকে কালিহাতীর পোংলি এলাকায় একটি ট্রাক বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় ২০ কিলোমিটারে জট দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক বিকল হওয়ায় রসুলপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ। এমনিতে বৃহস্পতিবার বিকাল থেকে গাড়ির চাপ বাড়ে। এ চাপ চলে রোববার রাত পর্যন্ত। এ সময়ের মধ্যে কোনো যান বিকল হলে যানজট হয় তীব্র।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম শহীদুর রহমান জানান, চার লেইনের কাজ চলমান থাকায় এলেঙ্গা এলাকায় সড়কে বড় বড় গর্তের কারণে এমনিতেই সব সময় গাড়ির ধীরগতি থাকে। তার ওপর হঠাৎ ট্রাক বিকল হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ওসি মো. তরিকুল ইসলাম।
আজকের বাজার:এলকে/এলকে ৯ ডিসেম্বর ২০১৭