জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় চলমান একমাত্র টেস্টে তৃতীয় দিনে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকের পর শতক তুলে নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। সোমবার ৯৯ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতি থেকে ফিরেই চার মেরে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মুশফিক। এটি তার টেস্ট ক্যারিয়ারে সপ্তম শতক। ‘মিস্টার ডিপেন্ডেবল’খ্যাত মুশফিকের সর্বশেষ শতকও ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে সেবার‘ডাবল সেঞ্চুরি’করেন তিনি। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৯৫ রান। ইতিমধ্যেই ১২৯ রানের লিড নিয়েছে টাইগাররা।
এর আগে সকালে জিম্বাবুয়ের সংগ্রহ থেকে মাত্র ২৫ রান পিছিয়ে থেকে মাঠে নেমেছিল বাংলাদেশ। মুমিনুল ৭৯ রান ও মুশফিক ৩২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শুরু করেন। আজকের আগে বাংলাদেশ টেস্টে সর্বশেষ লিড পেয়েছিল ২০১৮ সালে এই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ইনিংস ব্যবধানে। কিন্তু ওই ম্যাচটির পর নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট, ভারতে দুটি টেস্ট এবং সর্বশেষ পাকিস্তানে একটি টেস্টে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান