আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। তবে এ আসরে ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন বিশ্বসেরা অলসাউন্ডার সাকিব আল হাসান। এর আগে টানা তিন আসর ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।
জানা গেছে, আজ বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এক বছরের জন্য তাঁর সঙ্গে এই চুক্তি করা হয়েছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাফওয়ান সোবহান এবং রংপুর রাইডার্স টিমের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন।
আজকের বাজার/লুৎফর রহমান