কিংবদন্তী ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ বন্দর নগরী চট্টগ্রামে নেয়া হয়েছে।
আইয়ুব বাচ্চুর মরদেহ ও তার পরিবারের সদস্যদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।
আইয়ুব বাচ্চুর পরিবারের ঘনিষ্ঠ একজন সংগীতশিল্পী এ তথ্য নিশ্চিত করেছেন।
সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন জনপ্রিয় এ শিল্পীর মরদেহ গ্রহণ করেন। মরদেহ মাদারবাড়িতে তার নানা বাড়িতে নেয়া হবে।
আসর নামাজের পর দামপাড়া ওয়াসা মোড়ে জমিয়তুল ফালাহ জামে মসজিদে আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকালে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতাকে।
তার ছেলে এবং মেয়ে অস্ট্রেলিয়া এবং কানাডা থেকে যথাক্রমে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।
এর আগে শুক্রবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা।
রকস্টার ৫৬ বছর বয়সে বৃহস্পতিবার সকালে ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
আজকের বাজার/এমএইচ