ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাইফুদ্দিন আহমেদ মিলন ও উত্তর সিটি কর্পোরেশনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলামকে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় পাটি (জাপা)।
রোববার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যলায় থেকে দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। এ উপলক্ষ্যে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। আর মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৯ জানুয়ারি।
এবারের পুরো নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
আজকের বাজার/এমএইচ