ঢাকা দক্ষিণ সিটি সেপ্টেম্বরে পুরোপুরি ডেঙ্গুমুক্ত হবে, আশা মেয়রের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পুরোপুরি ডেঙ্গুমুক্ত হবে বলে বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন মেয়র সাঈদ খোকন।

সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাঈদ বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি জটিল হচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে আশার আলোও আছে। দক্ষিণের ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত করতে পেরেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ সিটি ডেঙ্গুমুক্ত হবে বলে আশা করছি।’

সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গু রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এডিস মশার কামড় থেকে ছড়ানো এ রোগের শিকার হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১,৭১২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজকের বাজার/এমএইচ