বাংলাদেশের রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে মুজিবনগর করার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ ও জয় বাংলা মঞ্চ নামে দুইটি সংগঠন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন করেছে। যে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুকে ১৪ বছর জেল খাটতে হয়েছে এবং অনেক নির্যাতন-নিপীড়ন ভোগ করতে হয়েছে।
পরপর ২বার ফাঁসির মঞ্চের কাছাকাছি গিয়েছেন (৬৯ ও ৭১ সনে)। তাই বাঙালি জাতি কৃতজ্ঞতা স্বীকার করতেই দেশের রাজধানীর নাম পরিবর্তন করে মুজিবনগর করা সময়ের দাবি।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভূইয়া, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।
আজকেরবাজার/এস