ঈদের ছুটি কাটিয়ে আবারো রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। পরিবার পরিজন নিয়ে ঈদ উপভোগ করতে পেরে আনন্দ দেখা গেছে ঢাকা ফেরত যাত্রীদের চোখে মুখে।
ঈদের চতুর্থদিন সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ভিড়। গ্রামের বাড়িতে ঈদ করে অনেকে পরিবার নিয়ে ফিরছেন ঢাকায়।
ঈদের ছুটি শেষে কর্মদিবসের দ্বিতীয় দিন আজ। রাস্তাঘাটে যানজট দেখা না গেলেও কর্মব্যস্ততা দেখা গেছে। কোনো লঞ্চেই উপচে পড়া ভিড় দেখা যায়নি।
কমলাপুর রেলস্টেশনেও ছিল রাজধানী ফেরত যাত্রীদের ভিড়। অধিকাংশ ট্রেন সময় মত পৌঁছেছে ঢাকায়।
এদিকে সকাল থেকে মহাখালী, সায়েদাবাদসহ রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে আসতে দেখা যায় ব্যস্ত নগরীর বাসিন্দাদের। যানজট কম থাকায় স্বস্তি ছিল বাসযাত্রীদের মাঝেও।