ঢাকা-বরিশাল রুটে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু আজ

ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার থেকে ঢাকা-বরিশাল নৌ রুটে শুরু হচ্ছে লঞ্চের বিশেষ সার্ভিস (ডবল ট্রিপ)।

ঈদে ঘরমুখো অতিরিক্ত যাত্রীদের চাপ সামলাতে রোববার (১৯ আগস্ট) থেকে নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ লঞ্চ সার্ভিস চালুর কথা জানিয়েছেন লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ মো. সাইদুর রহমান রিন্টু। বিশেষ সার্ভিস হলেও ডেক এবং কেবিনসহ সব ধরনের যাত্রী ভাড়া নিয়মিত সার্ভিসের মতোই রাখার কথা জানিয়েছেন তিনি।

ঢাকাসহ সারা দেশে অবস্থানরত দক্ষিণাঞ্চলের যাত্রীদের ঈদে ঘরে ফেরার প্রধান মাধ্যম নৌপথ। কম ভাড়ায় এবং নিরাপদে গন্তব্যে যেতে নৌপথকেই প্রাধান্য দিয়ে থাকেন যাত্রীরা। এবারও তার ব্যতিক্রম নয়। লঞ্চের ডেক শ্রেণির যাত্রীরা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে লঞ্চের বিভিন্ন তলায় স্থান নিয়ে থাকেন। তাদের আগাম টিকিটও নিতে হয় না।

কিন্তু ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের শৌখিন যাত্রীদের জন্য বিগত বছরের মতো এবারও ঈদে ঘরমুখো মানুষের জন্য কেবিনের আগাম বুকিংয়ের ব্যবস্থা করে সংশ্লিষ্ট নৌযান কোম্পানিগুলো। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে তারা যাত্রীদের চাহিদাপত্র নেয়। যাচাই-বাছাই করে ইতিমধ্যে সবগুলো লঞ্চ কোম্পানি কেবিন টিকিট বিক্রি শেষ করেছে। কিন্তু চাহিদার তুলনায় কেবিন কম হওয়ায় এখনো হাজার হাজার যাত্রী কেবিনের জন্য ঘুরছেন।

এ অবস্থায়ই আজ থেকে শুরু হচ্ছে লঞ্চের ডবল ট্রিপ (বিশেষ সার্ভিস)। বরিশাল-ঢাকা রুটে ২০টিরও অধিক বিলাসবহুল বৃহদাকার লঞ্চ চলাচল করছে।

আজকের বাজার/এমএইচ