ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুরান ঢাকার কোর্ট হাউজ স্ট্রিটে সমিতির কার্যালয়ে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, সকালে সমিতির কার্যালয়ের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ