হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আমদানি করা বিদেশি ব্র্যান্ডের ৮৭০ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
সোমবার (২৩ জুলাই) সকালে আনুমানিক প্রায় ৫২.২০ লাখ টাকা মূল্যমানের সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে অবৈধভাবে দেশে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল।
তিনি আরো জানান, সিগারেটগুলো জেদ্দা থেকে সৌদি আরব এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আনা হয়।
এসএম/