ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে ‘পান্ডুলিপি’ বিষয়ক ৫ দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার গ্রন্থাগারের সাইবার সেন্টারে এ কর্মশাল শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি লাইব্রেরিয়ান সৈয়দ আলী আকবর।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে পান্ডুলিপির পাঠোদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। পান্ডুলিপিকে মানব সভ্যতার মূল্যবান সম্পদ হিসাবে বর্ণনা করে উপাচার্য বলেন এসব পান্ডুলিপিকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।
আরএম/