যৌন হয়রানিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ঢাবির এক ছাত্র এবং ঢাকা কলেজের ৪ ছাত্র আহত হয়েছেন।
গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শাহনেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ৪ শিক্ষার্থী আবির, শামীম, রাব্বি ও আল আমিন বসেছিলেন। তারা মেয়েদের উদ্দেশ করে টিজ করে। এ সময় ঢাবির শিক্ষার্থী শাহাদাত প্রতিবাদ করলে ৪ জন তাকে মারধর করে।
পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে চলে যায়। খবর পেয়ে শাহাদাতের বন্ধুরা নীলক্ষেত মোড়ে গিয়ে ঢাকা কলেজের ৪ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ঢাবির শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
এ বিষয়ে নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।
এস/