ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, দুই মাসেরও বেশি সময় শূন্য থাকার পর ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তারা বেশ কিছুদিন আগেই মু. জিয়াউল হকসহ সম্ভাব্য ৩ জনের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী জিয়াউল হককে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন।
সেই সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। আজ কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
আজকেরবাজার/এস