ঢাকা ব্যংকের আয় বেড়েছে

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির আয় বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে(এপ্রিল-জুন’২০১৯) প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৪ পয়সা। অর্ধবার্ষিকীতে শেয়ার প্রতি আয় হয়েছে ৭৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৭০পয়সা।

এছাড়া প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৪৯পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ১৯ টাকা ২৫। আর অর্ধবার্ষিকীতে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৪ পয়সা।

 

আজকের বাজার/মিথিলা