পুঁজিবাজারের উন্নয়নে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ এর অধীনে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আজ রোববার ২৭ আগষ্ট মতিঝিল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
ঢাকা ব্যাংক সিকিউরিটিজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে, আজ পুঁজিবাজারে লেনদেনের পর বেলা সাড়ে চারটায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মূখ্য কর্মকর্তা মোহাম্মদ আলী এফসিএ।
কর্মশালায় অংশগ্রহণ করতে ০১৯১৩৮৫১০১৮, ০১৮৩৩৩৬২০৫০ মোবইল নম্বরে অথবা ৪৭১১৪৭৮৭ ফোন নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করা যাবে।
আজকের বাজার: আরআর/ ২৬ আগস্ট ২০১৭