ডিসেম্ভর ২০, ২০১৯ইং তারিখে বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রী হলে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল অব আইসিএমএববি এর সম্মানিত সদস্যদের ফেলোশিপ নাইট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডঃ মোঃ জাফর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালরে ভিসি প্রফেসর ডঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের সেক্রেটারী ডঃ সৈয়দ আব্দুল্লাহ আল মামুন এফসিএমএ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিএমএবি’র সম্মানিত প্রেসিডেন্ট জনাব এম. আবুল কালাম মজুমদার এফসিএম্এ, ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস ছাত্তার সরকার এফসিএ, এফসিএমএ, ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ বকতিয়ার আলম এফসিএমএ। অনুষ্ঠানে আইসিএমএবি এর সম্মানিত সদস্যগণ তাহাদের পরিবার-পরিজন নিয়ে এক মধুর মিলন-মেলায় মিলিত হয়েছেন। অনুষ্ঠানে সদস্যদের চিত্তবিনোদনের জন্য এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে।